Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০৪২ জন

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২১:৩৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২২:৫৭

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ফাইল ছবি

ঢাকা: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

‎জানা গেছে, ৪৬তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪২ জন প্রার্থী। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে।

‎৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এর পর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডারে ৯২০ জন নিয়োগ পাবেন।

বিজ্ঞাপন

‎এছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।

‎লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফল

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর