Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তিতে বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ রোগীর সেবা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২২:০৪

ঢাকা: কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় উদ্যোগে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা দিনব্যাপী ক্যাম্পে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, আঘাতজনিত সমস্যা এবং দুর্ঘটনায় আহতসহ বিভিন্ন জটিলতা নিয়ে আসা প্রায় ১২০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্পের প্রথম অংশ কড়াইলের এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমে মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা—সহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক চিকিৎসক অংশ নেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন বিএনপির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম; ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদ উল ইসলাম জন; বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান; ভাসকুলার সার্জন ডা. নিয়াজ আহমেদ চৌধুরী; অর্থোপেডিক সার্জন ডা. আলাউদ্দিন; রেডিওলজি কনসালট্যান্ট ডা. সোহরাব হোসেন; গাইনী ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান; শিশু বিশেষজ্ঞ ডা. চন্দন; ইউরোলজিস্ট ডা. গাজী মোহাম্মদ শাহিনুল ইসলাম; কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি; চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম প্রমুখ।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম পুনরায় শুরু হয়ে দিনব্যাপী চলবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর