Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পদ্মার তীরে ‘জলকাব্য’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২২:২৫

রাজবাড়ীতে পদ্মার তীরে ‘জলকাব্য’ উদ্বোধন। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: জেলার পদ্মা নদীর তীরে গোদার বাজার এলাকায় নির্মিত নতুন বিনোদন কেন্দ্র ‘জলকাব্য’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক সুলতানা আক্তার ‘জলকাব্য’ উদ্বোধন করেন।

জানা গেছে, রাজবাড়ী শহরের পদ্মা নদীর তীরে আকর্ষণীয় স্থাপনা ‘আই লাভ রাজবাড়ী’ উদ্বোধনের পর পদ্মার তীরে দর্শনার্থীদের ঢল নামে। দর্শনার্থীদের বসার জন্য নতুন করে চারটি বেঞ্চসহ টি-টেবিল স্থাপন করা হয়েছে।

স্থাপনার নাম রাখা হয়েছে ‘জলকাব্য’। এটি জেলা পরিষদের অর্থায়নে তিন লাখ টাকায় নির্মিত।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “পদ্মার তীরে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসেন। তাদের বসার জন্য এর আগে বেঞ্চ স্থাপন করা হয়েছে। ‘আই লাভ রাজবাড়ী’ নামে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। আজ আমরা ‘জলকাব্য’ নামে একটি স্থাপনার উদ্বোধন করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মানুষ এখানে এসে নদী তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই স্থাপনাগুলো সংরক্ষণের দায়িত্ব রাজবাড়ীর সব শ্রেণি-পেশার মানুষের।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক প্রমুখ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর