Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২৩:৫৮

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাবেক এমপি ও বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ৩ উপজেলায় একযোগে মশাল মিছিল করেছে দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে এ মিছিলের আয়োজন করা হয়।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। যা প্রত্যাখান করেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। তাছাড়া গত ১৭ বছরে নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এমনকি খোঁজ-খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।

বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এদিকে, রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের সংবাদ সংগ্রহকালে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়। এর আগে তিনটি উপজেলায় দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে ১১টি মশাল মিছিল, ৫ স্থানে মতবিনিময় ও রেলপথ অবরোধ করেন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

বিজ্ঞাপন

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন
২৭ নভেম্বর ২০২৫ ২৩:৪০

আরো

সম্পর্কিত খবর