ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে এমন হার। সমালোচনার তীরে যে বিদ্ধ হবেন, সেটা জানাই ছিল। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে তাওহিদ হৃদয় বলছেন, সমর্থকরা যত ইচ্ছা সমালোচনা করতে পারেন। তবে সেই সমালোচনা যেন হয় ‘যুক্তি’ মেনে।
বাংলাদেশের ১৪২ রানের মধ্যে ৮৩ রানই এসেছে হৃদয়ের ব্যাট থেকে। আইরিশদের বিপক্ষে একাই লড়াই চালিয়ে গেছেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩৯ রানে।
হৃদয় বলছেন, এমন হারে সমর্থকদের সমালোচনা সইতেই হবে, ‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। আমাদের হাতে নিয়ন্ত্রণ নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন, এটা আপনাদের অধিকার। আপনারা করেন। এখান থেকেও ইতিবাচক দিক হতে পারে। আপনার দুই-একটা কথায় আমাদের তো অনেক কিছু বদলে যেতে পারে। অবশ্যই এটা ইতিবাচকভাবে দেখছি।’
সমালোচনা করলেও সেখানে যুক্তি রাখার আহ্বান হৃদয়ের, ‘আমি অনুরোধ করছি যে, আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। মানে, কিছু সময় আছে যে, আমরা বাঙালি অনেক সময় একটা শুরু করলে ওটা নিয়েই চলতে থাকে। জিনিসটা এমন যেন না হয়। (সমালোচনা) অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন। এখান থেকে তো অনেক কিছু আমাদের ম্যাসেজ আমরাও পেতে পারি, যদি ভালো কিছু হয়।’
আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হৃদয়ের, ‘শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে আমাদের। যখন উন্নতিটা হবে, তখন আমরা আশা করি ভালো কিছু করব।’
আগামী ২৯ নভেম্বর সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।