Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১১:২১

গ্রেফতার মাদক কারবারি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর পৃথক দুই অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতের পৃথক টহল অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ৬ নম্বর মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ বালু বাগান এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা রাত ৮টা ৩০ মিনিটে জনৈক জামাল উদ্দিনের পরিত্যক্ত জমিতে অভিযানে গেলে মো. শাহিন (৩৮) ও কবির (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

একই রাতে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পাশের আমবাগানে। রাত ১০টা ৩০ মিনিটে মাদক কারবারী মো. মমিন আলী (৪২) ও মো. আবু হায়াতকে (৬২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব জানায়, মাদকবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর