চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর পৃথক দুই অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতের পৃথক টহল অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ৬ নম্বর মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ বালু বাগান এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত ৮টা ৩০ মিনিটে জনৈক জামাল উদ্দিনের পরিত্যক্ত জমিতে অভিযানে গেলে মো. শাহিন (৩৮) ও কবির (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পাশের আমবাগানে। রাত ১০টা ৩০ মিনিটে মাদক কারবারী মো. মমিন আলী (৪২) ও মো. আবু হায়াতকে (৬২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, মাদকবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।