পাবনা: পাবনা ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি নির্বাচনি প্রচার-প্রচারণায় যান পাবনা-৪ আসনের জামায়াত ইসলামী প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় বিএনপি’র পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নেতাকর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এতে অন্তত ১০টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও দুই পক্ষ কোন মামলা দায়ের করেনি বলে জানিয়েছেন ঈশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ সময় মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ।