Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৩:২৭

দোয়া মাহফিলে বিএনপি নেতা দাউদার মাহমুদ। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কৈগ্রাম স্কুল মাঠে রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ।

রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. চয়েন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কল্লোলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হান্নান, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফেরদৌস আলম দুলাল, তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বিদ্যুৎ প্রমুখ।

বিজ্ঞাপন

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই নান্টু।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর