Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৩:৫৭

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ী-১ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদে এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

জানা গেছে, বিনামূল্য চিকিৎসাসেবা ক্যাম্পে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় সাহা, ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের আরএমও চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মো. এনামুল হক চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ওজন পরিমাপ করা হচ্ছে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ১৪ রকমের ওষুধ বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এবিষয়ে রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশক্রমে জনগনের দ্বারপ্রান্তে আমাদের দলের মানবিক সেবা পৌঁছে দিতেই রাজবাড়ী-১ আসনের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নেই আমরা ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজ দাদশী ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছি। আমাদের এখানে চক্ষু বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। এছাড়াও ডাক্তারের সহকারীরা কাজ করছেন। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ১৪ প্রকার ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আজকে আমাদের টার্গেট রয়েছে ৬০০-৭০০ রোগীকে সেবা দেওয়ার। এছাড়াও চোখের যারা জটিল রোগী রয়েছে যাদের অপারেশন প্রয়োজন এমন ১০ জন রোগীকে আমরা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে অপারেশন করিয়ে দেব।’

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন বলেন, ‘আমরা বিনামূল্যে চোখের ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরেছি। পাশাপাশি আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। এই আয়োজনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ, ইসলামি চক্ষু হাসপাতাল ফরিদপুরের ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি, শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মণ্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর