কাতারে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল পর্তুগাল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এবার সেই কাতারেই ইতিহাস গড়ল রোনালদোর উত্তরসূরিরা। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালো পর্তুগাল।
দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছিল পর্তুগাল ও অস্ট্রিয়া। ফাইনালে ৩২ মিনিটের মাথায় গোল করেন আনিসিওন ক্যাবরাল। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় রোনালদোর দেশ।
জয়ের পরপরই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রোনালদো। খেলোয়াড়দের গ্রাফিকস করা ছবির নিচে লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!’
ফাইনালে গোল করে পর্তুগালকে ট্রফি জেতানো ক্যাবরাল টুর্নামেন্টে গোল করেছেন ৭টি। গোল্ডেন বুটজয়ী অস্ট্রিয়ার জোহানেস মোজের করেছেন ৮ গোল।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে এবারের আসরই সবচেয়ে বড়। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ১০০ ম্যাচে গোল হয়েছে ৩০০–এর বেশি।
গত জুনে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে পর্তুগাল। ইউরোপ জয়ের পর এবার বিশ্বকাপও জিতে নিল রোনালদোর উত্তরসূরিরা।