Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাসন করতে গিয়ে মায়ের হাতে ছেলের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৫:০১

শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শাসন করতে গিয়ে মায়ের হাতে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আসিক (১১)। সে গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলেয়া বেগম তার ছেলে আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিক।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর