ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু মুনতাসির ফাহিম (২২) কে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনিক মন্ডল (২২)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার নজরুল অ্যাকাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক ইউপি মেম্বার বাদলের ছেলে। সে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। কিছুদিন আগে সে ছুটিতে বাড়িতে এসেছিল।
অভিযুক্ত অনিক মন্ডল টাঙ্গাইলে একটি কলেজে অনার্সে পড়াশোনা করে। সে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে থাকে।
ফাহিমকে হত্যার আধাঘণ্টার মধ্যে অনিক মন্ডল কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছে বলে জানায় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) মোস্তফা রুবেল।
ওসি রুবেল বলেন, ফাহিমকে হত্যার পর থানায় এসে অনিক জানান, নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে। এ কারণে পূর্বশত্রুতায় সে ফাহিমকে খুন করেছে। এরই মধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।