Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৫:৫৮

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে সারাদেশের জনগণের কাছে দোয়া চেয়েছি। সারাদেশের মসজিদে আজ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আমরাও নয়া পল্টনের মসজিদে নামাজ শেষে তার সম্পূর্ণ রোগমুক্তি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলের নেতারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তারা নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশবাসীকে শান্ত থাকার পাশাপাশি দোয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।