Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৬:০৯

ঢাকা: ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। যারা ক্ষমতায় থাকাকালীন ৫ বছরের মধ্যে ৫ বছরই দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে তাদের হাতে আর দেশের নেতৃত্ব দেওয়া যায় না। তারা আবার সুযোগ পেলে দেশকে দেউলিয়া করে ছাড়বে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসনের উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমৃদ্ধ ঢাকা-৪’ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত পদযাত্রা পূর্বক ধোলাইরপাড় চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি উপস্থিত ঢাকা-৪ আসনের জনসাধারণের উদ্দেশ্যে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি ঢাকা-৪ সংসদীয় এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে জনগণকে এক নিরাপদ বাসযোগ্য শান্তির শহর উপহার দিবেন।

ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও কদমতলী উত্তর থানা আমির আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং আসন সদস্য সচিব ও কদমতলী মধ্য থানা আমির মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের সকল সাংগঠনিক থানা আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে। যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনি প্রচারণা হামলায় চালায়, বাঁধা সৃষ্টি করে।

পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে।’ পুলিশের উপস্থিতি হামলা-ভাংচুর ও গুলি বর্ষণ করার পরও এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের আটক না করায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জামায়াতে ইসলামী বার-বার দাবি জানিয়েছে, প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। প্রশাসনে দলীয়করণের ফলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না।’

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর