Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল ও হরিণের চামড়াসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৬:৫৪

যৌথবাহিনীর অভিযানে অটক ব্যক্তিরা। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ককটেল এবং হরিণের চামড়াসহ তিনজনকে আটক করা হয়েছে। স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে দুটি ককটেল, সাতটি দেশীয় ধারালো অস্ত্র, তিনটি ফালা, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন, একই গ্রামের মরহুম বদর উদ্দিনের ছেলে ও সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং মনিরুল ইসলামের ছেলে লাল্টু।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর