কুষ্টিয়া: শীতের শুরুতে কুষ্টিয়ায় ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। শীত নিবারণের জন্য শহরের বিভিন্ন এলাকায় পসরা সাজিয়ে বসেছে কয়েকশ মৌসুমী দোকান। মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর সবাই পরিবারের সদস্যদের জন্য সাশ্রয়ী দামে শীতের পোশাক কিনতে এই ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন।
শহরের প্রধান সড়ক এন.এস. রোড, মিউনিসিপ্যাল মার্কেট এলাকা ও বিভিন্ন ফুটপাতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অস্থায়ী এসব দোকানে ছোট-বড় সকল ধরনের ক্রেতারা ভিড় করছে। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে বাহারি শার্ট, হাফ ও ফুল স্যুয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি ও উলের বিভিন্ন পোশাক। এসব দোকান থেকে ৩০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকার মধ্যে ফলে সীমিত আয়ের মানুষও সহজেই প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারছেন।
ফুটপাতের দোকানি সোহেল আলী সারাবাংলাকে বলেন, ‘এবার শীতে বেচাবিক্রি তুলনামূলক কম। তবে শীত বাড়লে বিক্রি বাড়বে বলে মনে হয়। আমাদের এখানে ১০০ টাকা থেকে ৪০০ টাকার পোশাক পাওয়া যায়। গরিব মানুষ বেশি আসে বলে আমরা চেষ্টা করি সাশ্রয়ী দামে দিতে।’
গরম কাপড় কিনতে আসা দিনমজুর সবুজ আলী বলেন, ‘শীত এলেই আমরা এখান থেকেই পোশাক কিনি। কম টাকায় যা পাই তাই দিয়ে শীত পার করি। আমাদের আর উপায়ও নেই।’
কুষ্টিয়ার নাগরিক রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি প্রতিবছর বেশি পরিসরে গরিব মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তাদের শীত নিবারণ সহজ হবে। একই ব্যক্তিরা বারবার সরকারি শীতবস্ত্র পায় এ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।’
শহরের কোর্ট স্টেশন, কুষ্টিয়া হাইস্কুলের সামনে, পাবলিক লাইব্রেরির সামনে, ঘোড়ারঘাট, বড় বাজার রেলগেট এবং বড় রেলস্টেশন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব ফুটপাতের দোকানে বেচাকেনা চলে। বিশেষ করে ছুটির দিনে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যায়।