Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৭:২৪

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা শহরের টাঙ্গাইল গোরস্থান, জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদ্রাসা মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় তিনি বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে তোলেন এ কামনা করি।’

তিনি আরো বলেন, ‘বিগত দিনে অন্যায়ভাবে তাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছয় বছর জেলে নির্যাতন করেছেন। যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ সেই নেত্রী অসুস্থ অবস্থায়এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।’

বিজ্ঞাপন

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী ও সাবেক কেন্দ্রীয় যুবদলের নেতা সৈয়দ শহিদুল আলম টিটুসহ স্থানীয় মুসল্লীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর