কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হুগুলিয়া এলাকায় স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় একটি ইটভাঙা ট্রাক্টর দুমড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) ও আরেক অজ্ঞাত ব্যক্তি।
পুলিশ ও স্থানীয়রা জানান, হুগুলিয়া মার্কাস মসজিদ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইটভাঙা ট্রাক্টরকে পেছন দিক থেকে দ্রুতগতির স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ট্রাক্টরটি সড়কের পাশে গিয়ে উলটে যায়। এতে করে ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা দুইজনের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘নিহত একজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।