Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন: আশরাফুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৯:০৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ২১:৩২

ঢাকা: স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি ক্ষমতায় ছিলেন কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে সক্ষম হয়নি। তুরাগ থানার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে বুঝা যাচ্ছে তুরাগের মানুষ কত কষ্টে আছে। আমরা নির্বাচিত হলে তুরাগের রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দিন।

শুক্রবার (২৮ নভেম্বর) তুরাগ থানা জামায়াতের উদ্যোগে নির্বাচনি গণ মিছিলে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এসব কথা বলেন।

উত্তরা পশ্চিম অঞ্চল সহকারি পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ও তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইনের পরিচালনায় মিছিল উত্তর সমাবেশে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম আমির হাসনাইন আহমেদ, তুরাগ দক্ষিণ আমির আবু বকর সিদ্দিক, তুরাগ উত্তর আমির আলী হোসাইন, তারিক, কামরুল, মুহিবুল্লাহসহ নেতারা।

বিজ্ঞাপন

আশরাফুল হক আরও বলেন, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে সন্ত্রাস, চান্দাবাজ, ধান্দাবাজ ও দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান তিনিভ

বাদ জুমা উত্তরা ১০ নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, রানাভোলা, কামারপাড়া, গুলগুল্লার মোড় হয়ে চেয়ারম্যান বাড়ির সামনে সমাবেশের মাধ্যমে শেষ শেয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।