Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর জেলা কারাগারে হাজতিকে পিটিয়ে হত্যা, তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২০:০১

প্রতীকী ছবি।

জামালপুর: জামালপুর জেলা কারাগারে এক হাজতিকে পিটিয়ে হত্যা করেছে আরেক হাজতি। পাগলা হযরত নামে ওই হাজতি শুক্রবার (নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মাদক মামলার আসামি ২৫ বছর বয়সী নিহত পাগলা হযরত জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র। অপর হাজতি ৪০ বছর বয়সী রহিদুর মিয়া জেলার বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের সামিউল হকের পুত্র।

জেল সুপার মো. গোলাম দস্তগীর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোর ৩টা ৫০মিনিটে হাজতি মো. রহিদুর মিয়া অপর হাজতি মো. পাগলা হযরতকে টয়লেটের দরজার কাঠ দিয়ে ঘুমন্ত অবস্থায় মাথায় একাধিক আঘাত করেন। গুরুতর আহত হযরতকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কি কারনে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ। ময়না তদন্তের পর তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেল সুপার।

বিজ্ঞাপন

জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করবে।

সারাবাংলা/জিজি