Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্পেশাল করেসপডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২০:০৭

বগুড়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোটে সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, বিএনপি নেতা হুমায়ন কবীর গেদা, শামীম রেজা শামীম, ফজলে রাব্বি তোহা, মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, আশরাফুজ্জামান প্রবাল, সোয়েব ইসলাম অভি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

পিছিয়ে গেল বিপিএল
২৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৩

আরো

সম্পর্কিত খবর