Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দাবিতে ৩ ঘন্টার অবরোধ শেষে শাহবাগ ছাড়ল আন্দোলনকারীরা

ঢাবি করেস্পন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২০:১৪

ঢাকা: ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ৩ ঘন্টার অবরোধ শেষে শাহবাগ ত্যাগ করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে শুরু হলেও পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। পরে সন্ধ্যা ৬ টার দিকে এ অবস্থান কর্মসূচি শেষ হয়।

এসময় শাহবাগ মোড় ও আশে পাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা ‘সেতু, সেতু, সেতু চাই, ভোলা-বরিশাল সেতু চাই’, ‘দাবি মোদের একটাই, ভোল-বরিশাল সেতু চাই’, ‘আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও’সহ নানা স্লোগান দেন।

এই কর্মসূচিতে আজ দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা যায়। সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে-ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেকে/এসএস
বিজ্ঞাপন

পিছিয়ে গেল বিপিএল
২৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৩

আরো

সম্পর্কিত খবর