Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইলে বিএনপির হেলথ ক্যাম্প: দ্বিতীয় দিনে সেবা পেল ১৬০০ রোগী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২০:২৫

ঢাকা: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্পের সেবা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের ক্যাম্পে প্রথম দিনের মতোই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

হেলথ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানকারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম জানান আজ দ্বিতীয় দিনেও মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি, হৃদরোগ- সব বিভাগের চিকিৎসকরাই রোগীদের সেবা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবারের মতো আজও সর্দি, কাশি, জ্বর, অগ্নিকাণ্ডে আহত হওয়া রোগীসহ বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রায় ১৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

এ সময় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আব্দুল্লাহ, সার্জারি বিশেষজ্ঞ ডা. সায়েম আল মনসুর ফায়েজি, সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল হাসান, প্লাস্টিক সার্জন ডা. শরিফ, কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম, ডা. নোমান আজিজি খান, ডা. সায়ন, ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. তালহা, ডা. পিয়াস হাসান, ডা. রায়হান, ডা. আতিক তূর্য, ডা. সাকিব, ডা. আতিকা, ডা. শিহাব, ডা. সিফাত, ডা. আরেফীনসহ আরও অনেকে। এ ছাড়া শিহাব, রুহুল আমিন, মারুফ, তাহসিনসহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে।

এ ছাড়া ফিজিওথেরাপিস্ট তানভীর, মহসিন, এমট্যাবের নিয়াজ, রাফসানসহ বিভিন্ন চিকিৎসাসংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্যাম্প পরিচালনায় অংশ নেন।

এদিকে দেশব্যাপী বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া আয়োজনের অংশ হিসেবে কড়াইল বস্তি সংলগ্ন জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া চান।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

পিছিয়ে গেল বিপিএল
২৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৩

আরো

সম্পর্কিত খবর