Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার ছবি শেয়ার করে মির্জা ফখরুলের বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ০০:৪৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাজনৈতিক অঙ্গনে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তিনি নিজের ফেসবুক কভার ফটো পরিবর্তন করে সেখানে বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো হাস্যোজ্জ্বল ছবি যুক্ত করেন।

ছবির সঙ্গে তিনি লিখেছেন— “পুরো দেশ প্রার্থনায়। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন।”

মহাসচিবের এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর মুহূর্তেই ফেসবুকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ পোস্টটিতে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর