ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। এ কারণে হাসপাতালের সামনে রাত থেকেই ভিড় করছেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা।
বেগম জিয়ার শারীরিক অবস্থার হালনাগাদ জানতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষভাবে তাঁর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হাসপাতালে পাঠান। তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। হাসপাতালে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে উপস্থিত ছিলেন। বাইরে অপেক্ষমান নেতা–কর্মীদের উদ্দেশে শাইরুল কবির খান জানান, বেগম জিয়া এখন মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এভারকেয়ার হাসপাতালের সামনে আরও দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের জ্যেষ্ঠ নেতাদের। অনেকেই গাড়ি থামিয়ে খোঁজখবর নিতে এবং পরিস্থিতি বুঝতে হাসপাতালে আসেন।
মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণজনিত জটিলতা রয়েছে, এবং তার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।