Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাডাম আমাদের চিনেছেন, সালামের জবাবও দিয়েছেন: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১২:০৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:৪৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখতে গিয়ে এসব কথা জানান বিএনপির এ নেতা।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা একটু দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন। আমাদের সালামের রিপ্লাই দিয়েছেন।’

তিনি আরও বলেন, দেশের মানুষের কাছে আমার আবেদন- শুধু মসজিদ-মাদরাসা নয়, ব্যক্তিগতভাবেও যেন সবাই ম্যাডামের জন্য দোয়া করেন।

বেগম জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন বলেও জানান মির্জা আব্বাস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর