Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তারেক রহমানের প্রত্যক্ষ অংশগ্রহণ আছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১২:১২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১২:৩৮

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “প্রত্যক্ষ অংশগ্রহণ” রয়েছে বলে জানিয়েছে বিএনপি।

শনিবার (২৯ নভেম্বর) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়— গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তার রোগমুক্তির জন্য দেশব্যাপী দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করছেন। তারেক রহমান ও জিয়া পরিবার এসব দোয়া ও শুভকামনার জন্য দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

রিজভীর পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করার পাশাপাশি তার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া দেশ-বিদেশের চিকিৎসক দল তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে খালেদা জিয়ার সেবায় নিয়োজিত রয়েছেন। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্রও উন্নত চিকিৎসার সম্ভাব্য সকল সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, মায়ের শয্যাপাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তারেক রহমান সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা পরিস্থিতির সঙ্গে যুক্ত রয়েছেন। অবস্থার অগ্রগতি ও অবনতির প্রতিটি মুহূর্তে তিনি নিবিড়ভাবে খোঁজ রাখছেন। মেডিকেল বোর্ডের নির্দেশ ও সিদ্ধান্তগুলোতেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

জিয়া পরিবারের পক্ষ থেকে বলা হয়, মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারেক রহমানেরও তীব্র। কিন্তু রাজনৈতিক বাস্তবতা তার দেশে ফেরাকে এখনো অনিশ্চিত রাখছে। পরিস্থিতি অনুকূলে এলেই তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা করছে পরিবার।

বিবৃতিতে সর্বজনকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর