Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে থাকো, দেশের জন্য কাজ করো: তাসনিম জারাকে খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১২:৩১

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এনসিপি’র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

ঢাকা: এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

ডা. জারা লিখেছেন, রাজনীতি, দল-মত, ব্যক্তিগত মতাদর্শ এসব বিবেচনায় না নিয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

তিনি জানান, মাত্র এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার অল্প সময়ের সাক্ষাৎ হয়। সেই সংক্ষিপ্ত কথোপকথনেই বেগম জিয়া তাকে বলেছিলেন, ‘দেশে থাকো, দেশের জন্য কাজ করো।’ ডা. জারার ভাষায়, অসংখ্য মানুষ এ ধরনের উপদেশ দিলেও বেগম খালেদা জিয়ার কণ্ঠে এই কথার গভীরতা, ইতিহাস এবং দায়বদ্ধতা সম্পূর্ণ আলাদা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের পাশে থেকেছেন। বেদনা, অপমান ও দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান, নীতিতে অটল থেকেছেন। বছরের পর বছর যে ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা সবার জন্য অনুকরণীয়।

শেষে ডা. তাসনিম জারা মহান আল্লাহর প্রতি প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর