Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৪:৩২

খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে মোংলায় দোয়া মাহফিল। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে বাগেরহাটের মোংলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপজেলা শাখা সভাপতি মো. নজরুল ইসলাম মনার আয়োজনে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুস্তুম আলী শেখ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মোল্লা রনি, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরীফুল ইসলাম মিঠু, মিঠাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মঈন গাজী ও চাঁদপাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ শুভ।

বিজ্ঞাপন

এ সময় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ আতিয়ার রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর