Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৫:২০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৭

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুনর্নির্মিত ও আধুনিকীকৃত আইসিইউ’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টাসহ অনান্যরা।

ঢাকা: শিশুদের স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুননির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ইউনিটগুলোর সম্প্রসারণ সময়ের দাবি জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান, যান্ত্রিক সক্ষমতা ও মানবিক সক্ষমতার সমন্বয়ে আমাদের রোগীদের সেবা সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে। সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন

এ সময় তিনি হাসপাতালের সব ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএইচঅ্যান্ডআই ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম আজিজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর