Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৭

আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

নীলফামারী: বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে নীলফামারীতে ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন বুলবুল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মমিনুর ইসলাম, মাওলানা আব্দুল হান্নানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, যা কোনোভাবেই সহনীয় নয়।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, এমন ধৃষ্টতার কঠোর বিচার নিশ্চিত করতে হবে আমরা তার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি দাবি করছি। মুসলিম উম্মাহর বিশ্বাস-আকিদার প্রতি আঘাত হানার চেষ্টা কখনো মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর