Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়া প্রেসক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৮:১৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৮:১৫

মোল্লা মো. এমরান আলী রানা ও মো. আবু জাফর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

নাটোর: নাটোরের সিংড়া প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে মো. রেজাউল করিমের সভাপতিত্বে তলবি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সম্মতিক্রমে মোল্লা মো. এমরান আলী রানাকে (দৈনিক কালের কন্ঠ) টানা ৪র্থবারের মতো সভাপতি ও সারাবাংলা ডটনেট-এর নাটোর জেলা প্রতিনিধি মো. আবু জাফর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি রইচ উদ্দিন টুটুল (দেশের পত্র), যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুইট (দৈনিক সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফী (গণকন্ঠ), অর্থ সম্পাদক সেলিম হোসেন (গণতদন্ত), দপ্তর সম্পাদক বাবুল হাসান বকুল (ভোরের আকাশ), সমাজকল্যাণ সম্পাদক শোভন আহমেদ সাদ্দাম (দৈনিক নিরপেক্ষ) প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া মাসউদ (খোলা বার্তা), তথ্য ও গবেষনা সম্পাদক আলিফ বিন রেজা (দৈনিক জবাবদিহি), পাঠাগার সম্পাদক রবিউল করিম খোকন (দৈনিক শিক্ষা), ধর্ম সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী (সময় বার্তা)।

বিজ্ঞাপন

এছাড়াও এনামুল হক বাদশা (দৈনিক প্রতিদিনের সংবাদ) ও লিটন আলীকে (দৈনিক সময়) কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল
১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর