Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা পঞ্চমবার সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২০:৩০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৮:০২

ঢাকা: টানা পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে আবারও আঞ্চলিক পর্যায়ে নিজেদের নেতৃত্ব প্রমাণ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলংকার কলম্বোতে আয়োজিত বর্ণাঢ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি ৪টি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করে। সোনালী লাইফের ব্যবসায়িক পার্টনার এজিএম মো. মিজানুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মো. ওবায়দুর রহমান মন্ডল এবং মো. জসিম ব্যক্তিগত সফরে শ্রীলংকা অবস্থানকালে কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

চলতি বছর সোনালী লাইফ যে চারটি বিভাগে পুরস্কার পেয়েছে, তার মধ্যে রয়েছে- সরকারি ও বেসরকারি উভয় খাতে সেরা বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি, টেকসই বীমা সেবায় বিশেষ উৎকর্ষতা এবং সেরা ক্লেইম উদ্যোগের পুরস্কার। এর মধ্য দিয়ে সোনালী লাইফের সামগ্রিক সেবার মান, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম এবং বীমা খাতে উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা তুলে ধরা হয় অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

গত বছরগুলোতেও প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২১ সালে ২টি, ২০২২ সালে ৪টি, ২০২৩ সালে ৫টি এবং ২০২৪ সালে ৪টি ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে সোনালী লাইফ। শুধু তাই নয়, ২০২২ সালে কোম্পানিটি সামিট এক্সপো অ্যান্ড সিওআইই অ্যাওয়ার্ড, কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড এবং আরটিভি বীমা অ্যাওয়ার্ডসহ দেশ ও দেশের বাইরে একাধিক মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায়।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত
৩০ জানুয়ারি ২০২৬ ০০:২৬

আরো

সম্পর্কিত খবর