Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

স্পেশাল করেসপডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২০:৩৫

উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যদের অভিযানে দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফারুক আহমেদ (৩৪) নামের একজনকে আটক করা হয়েছে।

দুটি কষ্টিপাথরের মধ্যে একটির ওজন এক কেজি এবং অপরটির ওজন ১২ কেজি। মূর্তি দুটি শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শেরপুর উপজেলার বিশালপুর এলাকায় অভিযানে এক কেজি ওজনের একটি এবং আরেকটি ১২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি বাংলাদেশ থেকে বিদেশে পাচারের চেষ্টা করছেন এমন সংবাদে ওই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আব্দুল আজিজের ছেলে ফারুক আহমেদকে আটক করা হয়। কষ্টিপাথরের ফ্রেমে খোদাই করা ১২ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি আটক ফারুক আহমেদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল
১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর