Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে শত মসজিদে দোয়া

সারাবাংলা ডেস
২৯ নভেম্বর ২০২৫ ২৩:৪৯

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে শত মসজিদে দোয়া

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম নগরীতে প্রায় শতাধিক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান এ মাহফিলের আয়োজন করেন।

চট্টগ্রাম ১০ (ডবলমুরিং-হালিশহর) সংসদীয় আসনের বিভিন্ন মসজিদে মাহফিলের পাশাপাশি বিশেষ খতমে ইউনুস পাঠ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এসব মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর