Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট 
৩০ নভেম্বর ২০২৫ ০১:০৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১০:৩২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবনতির খবরে উদ্বেগ জানিয়ে তিনি এই শুভেচ্ছাবার্তা পাঠান।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠি

চিঠিতে শেহবাজ শরীফ লিখেছেন, খালেদা জিয়ার অসুস্থতার কথা জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তার ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি—আপনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আপনার দল ও দেশের জন্য সাহস, প্রেরণা ও নেতৃত্বের উৎস হয়ে উঠতে পারেন।’

চিঠির শেষে তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সর্বোচ্চ সম্মান গ্রহণের অনুরোধ জানান।

বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই চিঠি আন্তর্জাতিক স্তরেও আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর