Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭ শিরোপায় ‘অমরত্ব’ পেলেন মেসি

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ০৯:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১১:২০

৪৭তম শিরোপা জিতলেন মেসি

তার ক্যারিয়ার যেন সোনায় মোড়ানো। জাতীয় দল কিংবা ক্লাব, যে জার্সি গায়েই মাঠে নেমেছেন, সেখানেই ধরা দিয়েছে সাফল্য। লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। ইন্টার মায়ামির হয়ে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছেন মেসি। ক্যারিয়ারেরর ৪৭তম শিরোপা জিতে মেসি পেলেন অমরত্বের স্বাদ।

২০০৪ সালে বার্সেলোনার হয়ে সিনিয়র পেশাদার ফুটবলে হাতেখড়ি মেসির। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ২১ বছর। এই সময়কালে আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলে মাঠে নেমেছেন মেসি।

জাতীয় দল ও ৩ ক্লাব; মেসির হাতে শিরোপা উঠেছে অসংখ্যবার। এর মধ্যে সর্বোচ্চ শিরোপা এসেছে বার্সার জার্সি গায়ে। কাতালান ক্লাবটির হয়ে মেসি জিতেছেন রেকর্ড ৩৫টি ট্রফি। এর মধ্যে লা লিগা জিতেছেন ১০ বার, কোপা দেল রে ৭ বার, সুপারকোপা ৮ বার, চ্যাম্পিয়নস লিগ ৪ বার, ক্লাব বিশ্বকাপ ৩ বার ও ইউয়েফা সুপার কাপ ৩ বার।

বিজ্ঞাপন

বার্সা ছেড়ে পিএসজিতে গিয়ে খুব একটা ভালো করতে পারেননি মেসি। তবে সেখানেও ৩টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। পিএসজির হয়ে মেসি জিতেছেন ২টি লিগ শিরোপা ও একটি কাপ শিরোপা।

পিএসজি ছেড়ে দুই বছর আগে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এখানে এসেই মেসি ক্লাবকে উপহার দিলেন ৩টি শিরোপা। মায়ামির হয়ে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও ইস্টার্ন কনফারেন্স লিগ শিরোপা জিতলেন মেসি।

জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মেসি জিতেছেন ৬টি শিরোপা। এর মধ্যে আছে একটি বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা, ১টি ফাইনালিসিমা, ১টি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ১টি অলিম্পিক গোল্ড।

সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির শিরোপা সংখ্যা দাঁড়াল ৪৭ এ। ফুটবল ইতিহাসে একজন ফুটবলারের এটাই সর্বোচ্চ শিরোপা সংখ্যা। ৪১ শিরোপা নিয়ে মেসির পরেই আছেন ব্রাজিল ও বার্সা তারকা দানি আলভেজ। আরেক বার্সা ও স্পেন কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা জিতেছেন ৪০টি ট্রফি।

মেসি কি পারবেন প্রথম ফুটবলার হিসেবে ৫০টি শিরোপা জিততে?

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর