Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একীভূত পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১১:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৩:৩১

ঢাকা: পাঁচ সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন শরিয়াহ-ভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পাঁচটি ব্যাংককে মৌখিকভাবে এই নির্দেশনা জানানো হয়েছে।

রোববার (৩০ ন‌ভেম্বর) এসব ব্যাংকে চিঠি দেওয়া হতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলা‌কে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক সারাবাংলা‌কে বলেন, ‘সম্মিলিত ব্যাংকে ৩৫০ কোটি টাকার সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেছেন, এসব ব্যাংকের কর্মীদের বেতন কিছুটা কমবে। তবে তাদের জন্য সামনে নতুন পে-স্কেল করা হবে।’

বিজ্ঞাপন

শরিয়াহ-ভিত্তিক একটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলা‌কে ব‌লেন, কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ২০ শতাংশ বেতন কমানোর বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। রোববার নাগাদ এ বিষয়ে লিখিত নির্দেশনা পাওয়া যেতে পারে।

চলতি মাসের শুরুতে, বাংলাদেশ ব্যাংক পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহ-ভিত্তিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের জন্য প্রাথমিক অনুমোদন দেয় এবং লেটার অভ ইনটেন্ট ইস্যু জারি করে।

গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংককে প্রায় ৩৫ হাজার ৩০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর