Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৫:২৯

বক্তব্য দিচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমীর রুহুল আমিন। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনি অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এসময় তিনি জনগণের কল্যানে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, দৌলতগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার বিষয়গুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর