Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির শীতকালীন ছুটি স্থগিত

জবি করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দুর্যোগের (ভূমিকম্প) কারণে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো। এছাড়া শীতকালীন ছুটি পরবর্তীতে প্রদান করা হবে বলে জানানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি দেওয়ার কথা ছিল।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর