Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. আসাদুজ্জামান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৬:২৮

সদ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

লালমনিরহাট: লালমনিরহাট জেলা পুলিশের নতুন নেতৃত্ব হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। রোববার (৩০ নভেম্বর) তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার) নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সম্মান প্রদর্শনী শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন এবং দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পুলিশ সুপারের কার্যালয়ে সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কর্মকর্তাদের বক্তব্য সতর্কভাবে শোনেন এবং লালমনিরহাট জেলা পুলিশের কার্যক্রম আরও দ্রুতগতিতে ও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক (এ-সার্কেল), সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন (বি-সার্কেল), ডিআইও–১সহ জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তারা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর