Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছক্কার রেকর্ডে আফ্রিদিকে ছাড়িয়ে সবার উপরে রোহিত

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৬:৫২

ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন রোহিতের

শহিদ আফ্রিদির চেয়ে মাত্র দুটি ছক্কা পেছনে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাতছানি দিচ্ছিল অনন্য এক রেকর্ড। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। আফ্রিদিকে ছাড়িয়ে রোহিত এখন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক।

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন রোহিত। এই ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন তিনি। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে তাকে ছাড়িয়ে সবার উপরে উঠে এলেন রোহিত।

২৭৭ ম্যাচে রোহিতের ছক্কা এখন ৩৫২টি। আফ্রিদির ছক্কা ৩৫১। আফ্রিদি ম্যাচ খেলেছেন ৩৯৮টি। ৩০১ ম্যাচে ৩৩১ ছক্কা নিয়ে তাদের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

বিজ্ঞাপন

৪৪৫ ম্যাচে ২৭০ ছক্কা নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলংকার সনাৎ জয়াসুরিয়া। ৩৫০ ম্যাচে ২২৯ ছক্কায় ৫ম স্থানে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর