Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন নির্বাচনে বাড়ানো হবে ভোট কক্ষ: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৩১

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ‎

‎ঢাকা: মক ভোটিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটকক্ষ না বাড়িয়ে ভোটের জন্য গোপন কক্ষ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎রোববার (৩০ নভেম্বর) সচিব পর্যায় ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎সিনিয়র সচিব বলেন, ব্যালট পেপার যেখানে প্রিন্ট হচ্ছে সেখানে অংশীজনদের নিয়ে পরিদর্শন জন্য ডাক বিভাগকে বলা হয়েছে। গতকাল মক ভোটিং থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকে ভোটকক্ষ বাড়াতে হবে না। শুধু গোপন কক্ষ (ভোট প্রদানের জন্য নির্ধারিত স্থান) তা বৃদ্ধি করা হবে। আগে একটা ছিলো এখন সেখানে দুটো রাখা হবে।

‎তিনি জানান, ইসি, মাঠ প্রশাসন ও জুডিশিয়ারির সঙ্গে সমন্বয় প্রয়োজন। নির্বাচনের সঙ্গে জড়িতদের ভাতার পরিমান বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নির্বাচনের দিন তাদেরকে অতিরিক্ত কিছু সম্মানি দেওয়া হবে।

‎সচিব আরও বলেন, বিটিভি ও সংসদ টিভি ওসিভি, গণভোট ও সংসদ নির্বাচনের প্রচারণা করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন করে কন্ট্যাক্ট পয়েন্ট দেবেন যাতে আমরা জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর