Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুষ্টিয়ায় জেলা বিএনপির দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আজীবন নিরলস সংগ্রাম করেছেন। দেশের সংকটময় মুহূর্তেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।’

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সুস্থতার মধ্য দিয়েই গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।’

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার পাশাপাশি দেশের কল্যাণ, শান্তি ও স্থিতিশীলতা কামনা করেও প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর