Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও খাবার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২১:২৬

দোয়া পরিচালনা করেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও গরীব ও আসহায় লোকের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে মোংলার চিলা ইউনিয়নের বোদ্দমারি বাজার এলাকায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয় সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এসময় দুই হাজার গরীব ও আসহায় লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয় সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ‘৪৩ বছরের রাজনৈতিক জীবনে বেগম জিয়া মানুষের জন্য কাজ করেছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তাই সকল স্তরের লোক এখানে সমাবেত হয়েছি।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল হালিম খোকন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান মিঠু, মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর