এল ক্লাসিকো জিতে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গিয়েছিলেন তারা। তবে লা লিগায় গত দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ চাপে ছিল রিয়াল মাদ্রিদ। এবার রেলিগেশন অঞ্চলে থাকা জিরুনার মাঠে হোঁচট খেয়ে শীর্ষস্থান খুইয়েছে জাভি আলোনসোর দল। পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের গোলে জিরুনার বিপক্ষে ১-১ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল।
লা লিগায় গত দুই ম্যাচে একেবারেই ছন্দে ছিল না রিয়াল। টানা দুই ড্রয়েও শীর্ষে ছিলেন তারা। অবশ্য আগের ম্যাচে বার্সেলোনার জয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে নেমে যায় রিয়াল। জিরুনার বিপক্ষে জিতলেই শীর্ষে ফেরার সুযোগ ছিল তাদের।
জিরুনার মাঠে প্রথম ভাগে গোলের সুযোগ পেলেও এগিয়ে যেতে পারেনি দুই দলের কেউই। বিরতির ঠিক আগে রিয়ালকে চমকে দিয়ে এগিয়ে যায় অবনমনের শঙ্কায় থাকা জিরুনা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ওনাহি। ১-০ গোলের লিড নিয়েই হাফ টাইমে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া রিয়াল একের পর এক আক্রমণ চালিয়েছে জিরুনার হাফে। ৬৭ মিনিটে বক্সের ভেতর ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপে।
ম্যাচে এরপর অনেক চেষ্টা করেও লিড নিতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়েন তারা।
এই ড্রয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল রিয়াল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।