Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুনিয়র হকি বিশ্বকাপ
আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১

জুনিয়র হকি বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে শুরুটা ভালো হয়নি লাল সবুজের দলের। তবে দ্বিতীয় ম্যাচেই অবিশ্বাস্য এক লড়াই উপহার দিল বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশকে মহামূল্যবান এক পয়েন্ট এনে দিয়েছেন আমিরুল ইসলাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলের হারের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন আমিরুল। ভারতের তামিলনাড়ুতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

কোরিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে একটি ও দ্বিতীয় কোয়ার্টারে দুটি গোল হজম করে বাংলাদেশ। ওই মুহূর্তে বড় হার চোখ রাঙ্গানি দিচ্ছিল বাংলাদেশকে। এরপর আমিরুলের হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প রচনা করেছে বাংলাদেশ। টানা তিন গোলে দলকে ম্যাচে ফেরান তিনি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত জয় না পেলেও ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। জুনিয়র হকি বিশ্বকাপে এটিই বাংলাদেশের প্রথম পয়েন্ট।

দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে পুল ‘এফ’-এ তৃতীয় স্থানে আছে দল। পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ২ ডিসেম্বর ফ্রান্সের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর