Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালটের কিউআর কোড স্ক্যান না করলে প্রবাসীদের ভোট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যদি ব্যালটের গায়ের কিউআর কোড স্ক্যান না করেন- তাহলে সেটি বাতিল করে দেবে নির্বাচন কমিশন।

সোমবার (১ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এরপর তফসিল ঘোষণার পর আমরা যে ব্যালট বিদেশে পাঠাব সেটাতে একটি কিউআর কোড থাকবে। প্রবাসীদের এ কিউআর কোড স্ক্যান করে তারপর ভোট প্রদান করতে হবে। আর কিউআর কোড স্ক্যান না করে কেউ যদি ভোট প্রদান করে দেশে পাঠিয়ে দেন, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।

তিনি জানান, প্রবাস থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।

বিজ্ঞাপন

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসীরা বিশ্বের যেকোনো দেশ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এরপর ২৩ ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা নিবন্ধন করতে পারবেন।’

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

সোমবার দুপুর ১টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৯৬ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর