Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বস্তিতে আগুন, সম্বল হারালেন অনেক শ্রমজীবী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

আগুনে পুড়ে যাওয়া বস্তি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বস্তিতে আগুন লেগে প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে, যেখানে নিম্ন আয়ের লোকজন বসবাস করতেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন আরও ছড়িয়ে পড়ার আগে দেড় ঘণ্টার মধ্যে নিভিয়ে ফেলতে সক্ষম হন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড়ে লেদু হাজীর কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের চুলা থেকে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পাঁচটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল সাড়ে ১১টার মধ্যে তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, লেদু হাজীর কলোনিতে পাঁচটি সারিতে টিনের তৈরি পাঁচটি বসতঘরের প্রায় ৫০টি ঘরের কমবেশি সব আসবাবপত্র পুড়ে গেছে। এসব ঘরে নিম্ন আয়ের লোকজন বিশেষ করে পোশাক কারখানার কর্মীরা থাকেন। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সারাবাংলা/আরডি/এনজে