ময়মনসিংহ: ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে মশারি বিতরণ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরীর কৃষ্টপুর সিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক নিম্নআয়ের মানুষের হাতে মশারি তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এসকে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।
পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশারি বিতরণ, ফগার মেশিনে মশা নিধন কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারণা অব্যাহত থাকবে বলে জানা গেছে।